Address

HolyCrossCollege

Tejgaon, Dhaka

Payment of Fees

বেতন সংক্রান্ত

১. একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়াকালীন সময়ে পুরো ২ বছরের বেতন দিতে হবে। ছুটি বা বন্ধের জন্য কোন বেতন মওকুফ নেই।

২. প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেতন নেয়া হয়। প্রতি মাসের কিংবা আগাম তিন মাসের বেতন একত্রে দেয়া যেতে পারে। প্রতি মাসের ১০ তারিখের পর বেতন পরিশোধ করলে ১০টাকা জরিমানাসহ তা পরিশোধ করতে হবে।

৩. ডিসেম্বর বা জানুয়ারি মাসে অনুষ্ঠিত কলেজ নির্বাচনী পরীক্ষার আগে প্রতি শিক্ষার্থীকে সেই মাসের বেতন আগাম দিতে হবে। নির্বাচনী পরীক্ষার পর শিক্ষার্থীদের জুন মাস পর্যন্ত বেতন পরিশোধ করতে হবে। কলেজ প্রদত্ত বেতন বই বা অন্য কোন জিনিস হারিয়ে গেলে তাকে জরিমানা দিয়ে নতুন বই সংগ্রহ করতে হবে।

 

Connect With Us